॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুরে (২নং ওয়ার্ড) অবস্থিত ৩ কক্ষ বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা ও নানিয়ারচরের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।
এসময় অন্যান্যের মাঝে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এজাজ নবী রেজা, সহ-সভাপতি মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম হাওলাদার, সদ্য নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদারসহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জনবহুল ইসলামপুরে সাধারণ বোর্ডের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ২০১৯ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৮জন শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী রয়েছে।