নানিয়ারচর জোনের আওতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

145
নানিয়ারচর প্রতিনিধিঃ

দুর্গম পাহাড়ে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

শনিবার (১৪ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার জুরুপ্পপাড়া এলাকায় নানিয়ারচর জোন কর্তৃক ৩৬টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সেনা জোন জানায়, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিতায় আজ এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নানিয়ারচর জোন আরো জানায়, জোন কর্তৃক এই জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় জুরুপ্পপাড়া ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট সেনা সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।