নানিয়ারচর থানা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ্‌

463

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

করোনা মহামারি থেকে জনসাধারণ কে সুরক্ষা দিতে ও পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে নানিয়ারচর থানা পরিদর্শণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার। রবিবার বিকাল ৩টায় নানিয়ারচর থানা পরিদর্শন করেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ্।

এসময় থানা পুলিশের একটি চৌকশ দল পুলিশ সুপার কে সম্মান সূচক সালাম প্রদান করেন। এতে নেতৃত্ব দেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন। থানা পরিদর্শনকালে ছুফি উল্লাহ্ সকল অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং থানার সকল অফিসার ও ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার অফিসার ও সদস্যদের মাঝে চলমান করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন।