নানিয়ারচর বুড়িঘাটে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

143

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

বাংলাদেশ আওয়ামী লীগ, বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১অক্টোবর) সকালে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এসময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনসার আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন ভূঁইয়া, বুড়িঘাট ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা আক্তারসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাবলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগ কোষাধ্যক্ষ সৈয়দ পলাশ, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু হানিফ, সাবেক ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম, যুবলীগ নেতা শাহিন আলম, মো. শহিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. ফিরোজ হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তারা যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করার কথা বলেন। নেতাকর্মীদের মধ্যে দিধা-দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ থাকারো আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটে বগাছড়ি ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলনে ৫১টি ভোটের মধ্যে ২৫ভোট পেয়ে মো. হাফিজুর রহমান সভাপতি ও সর্বোচ্চ ২৬টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কবির হোসেন।

এবিষয়ে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর হাততে আরো শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ প্রতিটি ইউনিট কমিটিকে পুর্নগঠন করার অংশ হিসেবে আজকে বগাছড়ি ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে আমি আনন্দিত। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আগামী নির্বাচনে ২৯৯নং আসনের সভাপতি জননেতা দিপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করতে আমি আপ্রাণ চেষ্টা করব।