॥ মাহাদী বিন সুলতান ॥
বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সড়কের দশম কিলোমিটারে চেংগী নদীর উপর ৫০০মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প “নানিয়ারচর সেতু” পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর উপ-পরিচালক মোসাম্মাৎ নাদিরা আক্তার।
শনিবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় নানিয়ারচর সেতু, অধিগ্রহণের ভূমি, সেতুর দুই পাড়ের ল্যান্ডিং ষ্টেশন ও প্রটেক্টিভ ওয়ার্কসহ সেতু পরিদর্শনকালে উপ-পরিচালকের সফরসঙ্গী হিসেবে ছিলেন, রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফীন।
এসময় সেতুর প্রটেক্টিভ ওয়ার্কসহ সামগ্রিক বিষয়ে ও কাজের গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন আইএমইডি উপ-পরিচালক নাদিরা আক্তার।
২০১৭ সালে ২০ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন) এর তত্ত্বাবধায়নে শুরু হওয়া এই সেতুটির কাজ ইতোমধ্যেই শেষ। তবে ভূমি অধিগ্রহণ না হওয়ায় সেতুর অপরপ্রান্তে (নানিয়ারচর বাজার) হয়নি সেতু সংলগ্ন সড়কের কাজ। খুব দ্রুত অসম্পূর্ণ এই কাজটিও শেষ হবে এবং সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন।
এসময় অন্যান্যদের মাঝে উপ-বিভাগীয় প্রকৌশলী মসউদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক প্রদীপ কুমার পাল, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ২০ইসিবি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।