নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা

128

॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

গ্রামীণ সাধারণ বন নির্ভর পাহাড়ি জনগোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জ্ঞান ভিত্তিক সমাধানের মাধ্যমে প্রতিকুল জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও অভিযোজন বিষয়ক আজ বুধবার রাঙামাটিতে প্রকল্প অবহিতকরণ সভা ও চেক বিতরণ করা হয়েছে।

স্থানীয় একটি রিসোর্টের হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডাঃ নীলু কুমার তংচংগ্যার সভাপতিব্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, মগবান ইউপি চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারন শান্তি বিজয় চাকমা, হিলফ্লাওয়ারের সহকারী নির্বাহী পরিচালক জেনিফার তংচংগ্যা। স্বাগত বক্তব্যে দেন হিল ফ্লাওয়ারের প্রকল্প পরিচালক জ্যোতি বিকাশ চাকমা। সভায় প্রকল্পের উপকারী মহিলা সদস্যরা ছাড়াও জনপ্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে অর্থনৈতিকভাবে আত্বনির্ভশীল হওয়ার জন্য গ্রামীণ সাধারন বন নির্ভর ১৩টি মহিলা সমিতিকে সাড়ের চার লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন,বিশে^র যে জলবায়ু পরিবর্তন ঘটছে তার প্রভাব পার্বত্য চট্টগ্রামেও পড়েছে। জলবায়ু পরিবর্তনের মোবাকেলার জন্য সবাইকে ভাবতে হবে। এক্ষেত্রে গ্রামীণ সাধারন বন জলবায়ু পরিবর্তনে ঝুকি মোকাবেলায় ভূমিকা রাখতে পারে।