নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে সচেতনতার কোন বিকল্প নেই। একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃন করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পুরুষতান্ত্রিক আমাদের এই সমাজে নারীকে তাঁর যোগ্য সম্মান ও অর্জিত জ্ঞান প্রয়োগের তেমন কোন সুযোগই দেয়া হয়না। ঘর থেকে বেরোনোর পরই এক অজানা আতঙ্কে দিন কাটাতে হয় প্রায় প্রতিটি নারীকে। নিজের নিরাপত্তার কথা ভেবেই হারিয়ে যায় হাজারো সম্ভাবনাময় নারী ঠিক কিছু কুৎসিত মানুষের চিন্তাধারার ন্যায় চির অন্ধকারে।
নারীর প্রতি সহিংসতা ও হয়রানী রোধে সচেতনতা বৃদ্ধিতে জাতীয় মানবাধিকার কমিশন ও সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সি. আর. আই) উদ্যোগে এবং ইউএনডিপি’র হিউম্যান রাইটস প্রোগ্রাম-এর সহযোগিতায় সম্প্রতি “Women Safety in Public Places” শীর্ষক একটি ক্যাম্পেইন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
ক্যাম্পেইনের উদ্ভোধনী অনুষ্ঠানে ৩টি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন – সি. আর. আই এর ভাইস চেয়ারপারসন সায়েমা ওয়াজেদ হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম এনডিসি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী। বৈশ্বিক করোনা মহামারীর কারনে অনলাইনে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মহাপুলিশ পরিদর্শক ড. বেনজীর আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এস. ডি. জি এফেয়ার্স প্রধান সমন্বয়ক জুয়েনা আজিজ, সংসদ সদস্য আরোমা দত্ত, আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি।
তাঁরা এই ক্যাম্পেইন বাস্তবায়নে তাঁদের একাত্মতা ঘোষণা করে সার্বিক সহযোগিতা প্রদানে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। অনলাইনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনটি অনলাইন প্লাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হলেও বিশেষ বিবেচনায় বাংলাদেশের ১০টি এলাকায় সি. আর. আই – এর ইয়ুথ প্লাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠন এর মাধ্যমে মাঠ পর্যায়ে পরিচালিত হবে।
রাঙামাটি জেলায় ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী সংগঠন Jibon”জীবন” ক্যাম্পেইনটি পরিচালনার দায়িত্বে থাকবে।
Jibon”জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর নেতৃত্বে ক্যাম্পেইনের রাঙামাটি জেলা শাখার স্বেচ্ছাসেবীদের নিয়ে আজ রাঙামাটি জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে, জনস্থানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত উক্তি নিয়ে প্রকাশিত ‘বঙ্গবন্ধু উদ্ধৃতি’ বইটি জেলা প্রশাসক মিজানুর রহমানের হাতে তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। বইটির প্রকাশক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সি. আর. আইয়ের ট্রাস্টি ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তিনি ক্যাম্পেইনের বিষয়ে যাবতীয় সকল ধরনের পরামর্শ ও সহযোগিতায় নিঃসংকোচে Jibon”জীবন” টীমকে তাঁর সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
Jibon”জীবন” এর সমন্বয়ক মোবারক হোসেন চৌধুরী (রানা) ফোকাস গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে ক্যাম্পেইনটির মাঠ পর্যায়ের কাজ এই সপ্তাহ থেকে শুরু হবে বলে নিশ্চিত করেছেন। এছাড়াও রাঙামাটিতে ক্যাম্পেইনটি খুব শীঘ্রই আলোড়ন ফেলবে এমনটাই প্রত্যাশা সকল স্বেচ্ছাসেবীর।