নারী ও শিশু নির্যাতন এবং সামাজিক সমস্যা নিরসনে ইফার আলোচনা

98

॥ স্টাফ রিপোর্টার ॥

ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয়ের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, যৌতুক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদীন-এর সংঞ্চালনায় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী, রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসেম। এসময় রাঙামাটি সদর উপজেলার ইমাম-মুয়াজ্জিন এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা- নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, যৌতুক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ইসলাম ধর্মের আলোকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুকের মত ঘৃনিত প্রথা এবং মানবিক বিপর্যয় সৃষ্টিকারী মানব পাচার প্রতিরোধ ধর্মীয় নেতৃবৃন্দ ইমাম, আলেম ওলামাদের মসজিদের খুৎবায় এবং সামাজিকভাবে প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির আহবান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।