নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নানিয়ারচর থানার কর্মসূচি অনুষ্ঠিত

339

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

সরকার ঘোষিত কর্মসূচির আওতায় ও এনজিও সংস্থা ইউএনডিপি এর সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে নানিয়ারচর থানা। শনিবার সকালে বুড়িঘাট ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কেজি এন্ড আইডিয়াল স্কুলে স্বাস্থ্যবিধি মেনে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ও নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমানের উপস্থিতিতে এডভোকেট মোঃ মামুন ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল ও স্থানীয় সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নেকজান বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন। এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।