॥ স্টাফ রিপোর্টার ॥
নিউ রাঙামাটি (রিজার্ভ বাজার) জামে মসজিদের পুণঃনির্মান ও আধুনিকি করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুণঃনির্মান ও আধুনিকি করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, সাংবাদিক মনছুর আহম্মেদ মান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী।


 
		


























