॥ ইকবাল হোসেন ॥
কাঁঠালতলী মসজিদ কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সকল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। রোববার সকালে অগ্নিদুর্গত ১৬টি পরিবারের সদস্যদের হাতে ১সপ্তাহ চলার মতো ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙামাটি জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে মেজর আব্দুর রাজ্জাক বলেন, ইতিপূর্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটির বিভিন্ন গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন নিজস্ব প্রাপ্ত রেশন বাঁচিয়ে আর্তমানবতার সেবায় ত্রাণ বিতরণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোন দূর্যোগপূর্ণ মূহুর্তে জনগণের পাশে ছিল। এরই ধারাবাহিকতায় আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে সাধ্য অনুযায়ী রাঙামাটি সদর জোন সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী যে কোন ক্রান্তি কালে জনসাধারণের পাশে দাড়ানোর এই ধারা অব্যাহত রাখবে।
ত্রাণ বিতরণের পর- রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ৭নং ওয়ার্ড মো. জামাল উদ্দীন এলাকাবাষরি পক্ষ থেকে অগ্নি নির্বাপনে সহযোগিতা ও অগ্নিদুর্গতের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করায় সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।