॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর নিয়াজ আহমেদ তার নির্বাচনী প্রতীক ‘উট পাখির’ সমর্থনে ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন।
বুধবার বিকেলে পুলশ লাইনে কাউন্সিলর প্রার্থী নিয়াজ তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। প্রথমেই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবারুক বিতরণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বদিউল আলমের সভাপতিত্বে মাওলানা মো. সিরাজুল ইসলাম তালুকদার, মো. হাসেম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অর্ধ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নিয়াজ আহমেদ বলেন- আমি অতীত সময়ে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে কি করেছি তা আপনারা ভালো করেই জানেন। আমি আপনাদের এলাকার ছেলে তাই আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।