নির্বাচনী পোস্টার বিক্রির টাকায় রাঙামাটির ১০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিলো ভিবিডি

857

স্টাফ রিপোর্টার 

রাঙামাটি পৌরসভা নির্বাচনের পর ভিবিডি রাঙামাটির ভলান্টয়াররা পোস্টার সংগ্রহ করে। আর সেই পোস্টার বিক্রির টাকা দিয়ে ১০০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে রাঙামাটি পাবলিক কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

ভিবিডি ন্যাশনাল বোর্ডের সভাপতি সোমেন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ কাজল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুর নবি, রাঙ্গামাটি পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদনান পাশা সুজা। উপস্থিত অতিথিগণ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

সংগঠন সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন পরবর্তী পোস্টারের প্রয়োজনীয়তা না থাকা এবং এই পোস্টারের ফলে শহরে আবর্জনা বৃদ্ধি পাওয়াসহ শহরের সৌন্দর্য নষ্ট হয়। তাই রাঙামাটি পৌরসভা এবং ভিবিডির যৌথ উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তার এবং কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের কাছে থাকা অবশিষ্ট প্রায় ৪০০ কেজি পোস্টার সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত পোস্টারগুলো ভিবিডির ভলান্টিয়ারা কাগজের থলে বানিয়ে বিক্রি করে তহবিল সংগ্রহ করেছে। সংগ্রহীত অর্থ থেকে তারা ১০০জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে ভিবিডি রাঙামাটি ২০২০ বোর্ডের সদস্যদের বোর্ড সম্পন্ন সার্টিফিকেট প্রদান এবং ২০২১ বোর্ড সদস্যদের এ্যাপয়ন্টমেন্ট লেটার, আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড প্রদানের মাধ্যমে নতুন বোর্ডকে বরণ করা হয়।