স্টাফ রিপোর্টার, ২ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটিতে ডাকা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় রাঙামাটি শহরে মিছিল করেছে জেএসএস। বিকালে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে অবরোধরে জানান দেন জেএসএসের নেতারা।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক ভূমিকার অভিযোগ এনে এর প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় জেএসএস।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জেএসএসর পক্ষ থেকে পহেলা জানুয়ারীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধের ডাক দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। মিছিলের নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা। এসময় মিছিলে অংশগ্রহন করেন, জেএসএস সমর্থিত যুব পরিষদের সাধারণ সম্পাদক তাপস চাকমা, জেএসএস সমর্থিত মহিলা সমিতির সাধারন সম্পাদক সুপ্রভা, দেওয়ানসহ জেএসএস সমর্থিত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধা