॥ স্টাফ রিপোর্টার ॥
ডামী নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার দুপুরে শহরের ভেদভেদী বাজার থেকে শুরু করে রাঙাপানির যোগেন্দ্র দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মূল সড়কের পাশে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।