॥ শাহ আলম ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। দলীয় নেতাকর্মী সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনের মত নির্বাচনী গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী। শুক্রবার (২৯ জানুয়ারি) সকলে শহরের ভেদভেদী বাজার থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত আকবর হোসেন চৌধুরী। এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন। সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকে পুনরায় মেয়র পদে ভোট চেয়ে লিফলেট বিতরণ গণসংযোগ করেন তিনি।
তৃতীয় দিনেরমত গনসংযোগ শহরের ভেদভেদী বাজার, কলেজ গেইট সংলগ্ন কল্যাণপুর, দেবাশীষ রায়, কে কে রায় সড়ক, রাজবাড়ী, পাবলিক হেল্থ, নিউ মার্কেট সহ শহরের প্রধান প্রধান সড়ক গণসংযোগ করেন। এরপর মেয়র প্রার্থী আকবর হোসেনের নির্বাচনী কার্যালয় হ্যাপিমোড়ে এসে শেষ হয়।
এসময় জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক নুর মেহাম্মদ কাজল, সহ-সম্পাদক মো: মিজানসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালোবেসে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারী নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।