ন্যায্য দামে নানিয়ারচরে টিসিবির পণ্য বিক্রয়

112

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে ন্যায্য দামে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঘিলাছড়ি ইউনিয়নের ভুঁইয়াদম এলাকায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন, ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ প্যালেল চেয়ারম্যান বাসন্তি চাকমা।

এসময় স্থানীয় ইউপি সদস্য সুবিলাশ চাকমা, টিসিবির ডিলার জহিরুল ইসলাম সহ পুলিশ সদস্য ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কর্তৃক কার্ডধারী এসব পরিবারের মাঝে ২লিটার সয়াবিন তৈল, ১কেজি চিনি ও ২কেজি মশুর ডাল বিক্রি করা হয়। মাত্র ৪২০টাকায় এসব ভোজ্য পণ্য পেয়ে খুশি নিম্নবিত্ত পরিবারের সদস্যরা।

উপজেলা সূত্রে জানা যায়, সাবেক্ষং, নানিয়ারচর, বুড়িঘাট ও ঘিলাছড়িসহ মোট ৪টি ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্য পণ্য পাবে ৫৯৯৩টি পরিবার। কার্ডধারী এসব পরিবার ১কেজি চিনি, ২কেজি মশুর ডাল ও ২লিটার সয়াবিন তৈল পাচ্ছেন মাত্র ৪২০টাকায়।

উল্লেখ্য, ঘিলাছড়ি ইউনিয়নের ভুঁইয়াদম ৪৬৫পরিবার ও ঘিলাছড়ি বাজারে ৮৯২টি পরিবার সহ মোট ১৩৫৭টি পরিবারের মাঝে ন্যায্য দামে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হয়।