॥ স্টাফ রিপোর্টার ॥
ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে হবে বলে মত প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। মঙ্গলবার (০৮ মার্চ) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যে সকল নারী সম্ভ্রম হারিয়েছেন, যুদ্ধ করেছেন এবং সর্বোপরি বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তাদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য গৈরিকা চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালন হোসনে আরা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সনাক-টিআইবি, মহিলা পরিষদ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইপসা এবং উইভ এর সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।