॥ স্টাফ রিপোর্টার ॥
বিজয়ের মাসে অনন্য এক উদ্যোগ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলাম।
পর্যটকদের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে তিনি ট্যুারিস্ট বোট চালকদের উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শুয়ে আছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। পর্যটকগণ এখানে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্যও উপভোগ করতে পারবে।
বৃহস্পতিবার বিকেলে পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুতে বোট চালকদের উদ্বুদ্ধ করতে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানী মুন্সী আব্দুর রউফ অসীম সাহসিকতার সাথে লড়াই করে তাঁর সহযোদ্ধাদের জীবন রক্ষা করেছিলেন। এই বীর সেনার গৌরবগাথা ইতিহাস জানা সকলের দায়িত্ব।
তিনি বোট চালকদের বলেন, পর্যটকদের এখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি ভুমিকা রাখতে পারবেন। তাই পর্যটকদের বীরশ্রেষ্ঠের সমাধিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সুজন বিকাশ বড়–য়া, বিজিবি রাঙামাটি সেক্টরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, আরটিভি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল।
পর্যটকগণ যাতে বীরশ্রেষ্ঠের বীরত্বগাথা এবং নানিয়ারচরের অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানতে পারেন সেজন্য বিজিবি রাঙামাটি সেক্টরের পক্ষ থেকে প্রত্যেক বোটের জন্য প্রচারপত্র প্রদান করেন। এসময় ট্যুারিস্ট বোট মালিক সমিতির সহ সভাপতি মোঃ রমজান আলীসহ প্রায় অর্ধ শতাধিক বোট চালক উপস্থিত ছিলেন।
এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলামের উদ্যোগে ঝুলন্ত সেতুতে লাইটিং করার উদ্যোগ নেয়া হয়।