পর্যটন এলাকায় মহসিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

152

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে পর্যটন রোড এলাকার স্থানীয় খেলোয়ারদের নিয়ে ঘরোয়াভাবে ৫টি দলের অংশগ্রহণে মহসিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় বিজিবির সীমান্ত সম্ভার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম।

এসময় জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু হানিফ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সবুর, কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন বালি, সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ূন কবির, মোঃ সেলিম রশিদ, সাইফুল আলম রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রথম খেলায় মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। খেলার নির্ধারিত সময়ে ম্যানচেস্টার সিটি ৬ গোল করলেও বার্সেলোনা ২ গোল পরিশোধ করতে সক্ষম হয়। এতে করে ৬-২ গোলের ব্যবধানে জয়লাভ করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।