॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার এর নিকট পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজি মামলার আসামী হতে হলো বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর ও তার সহযোগীদের। ৯ জুন এমপি ঊষাতনের করা মামলায় শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আটক করে। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সংসদ সদস্য ঊষাতন তালুকদার এবং বাঘাইছড়ির সাবেক পৌরসভা মেয়র আলমগীরের কবিরের মধ্যে দেনা পাওনা নিয়ে অনেকদিন ধরেই দেন দরবার চলছিল; বিষয়টি শেষ পর্যন্ত থানা পুলিশ পর্যন্ত গড়ালো। মেয়র আলমগীরের পরিবার জানায়, পাওনা টাকা আদায়ে দিনের পর দিন চেষ্টার পর ব্যর্থ হয়ে অবশেষে ছাত্রলীগের কয়েকজন নেতাকে নিয়ে আলমগীর রাজধানীর ন্যাম ভবনে ঊষাতনের বাসভবনে টাকা আদায় করতে গেলে বিএনপি সমর্থিত বাঘাইছড়ির সাবেক মেয়র আলমগীর কবির ও ছয় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন এমপি ঊষাতন।
শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ ঋষি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের রাজনৈতিক পরিচয় জানি না। তবে তাদের বিরুদ্ধে রাঙামাটির এমপি সাহেব নিজে বাদী হয়ে মামলা করেছেন। আটকের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে এমপি ঊষাতন তালুকদারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন কেটে দেন। তার ব্যক্তিগত সহকারি জহিরকে ফোন করলে তার ফোনের সংযোগ পাওয়া যায়নি।
তবে গ্রেফতার হওয়ার আগে গত বেশ কিছুদিন ধরে বাঘাইছড়ির সাবেক মেয়র আলমগীর কবির, ঊষাতন তালুকদার এমপির কাছে আটলক্ষ টাকা পাওয়ার অভিযোগ করে সেই টাকা উদ্ধারে রাঙামাটির সাংবাদিকদের সহযোগিতা কামনা করে দফায় দফায় যোগাযোগ করেছেন। এ সময় তিনি জানিয়েছিলেন, এমপি মহোদয় পাওনা টাকা পরিশোধে সর্বশেষ গত রোববার সময় দিয়েছেন।
প্রসঙ্গত, রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর কবির। তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ২৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। তার নিকট প্রতিদ্বন্ধী দেয়াল ঘড়ি প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জমির হোসেন জমির পেয়েছেন ২৪০২ ভোট। মাত্র ৩৭ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আলমগীর কবির।
বিজয়ী হওয়ার পর আলমগীর কবির বিএনপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা শুরু করেন এবং এক পর্যায়ে বিএনপিতে যোগও দেন। কিন্তু তিনি প্রকাশ্যেই রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বিপরীত মেরুর এই দুই নেতার ‘সম্পর্ক’ নিয়ে রাঙামাটির রাজনৈতিক অঙ্গনেও ছিলো ব্যাপক আলোচনা-সমালোচনা। গত নির্বাচনে মেয়র পদ থেকে প্রত্যাবাসনের কয়েক মাস পর থেকেই তিনি এমপির কাছে টাকা পাওনার বিষয়টি বিভিন্ন জনকে এমনকি জেএসএস প্রধানকেও জানান বলে জানিয়েছেন। তিনি এমপিকে টাকা প্রদানের ব্যাংক ডকুমেন্টের কপি এবং বিকাশের প্রমাণও বেশ কিছুদিন আগেই সাংবাদিকদের সরবরাহ করেন। তবে বিষয়টি সুরাহা পর্যায়ে থাকায় গণমাধ্যম কর্মীরা এমপির বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি।