॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা প্রশাসন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিলাইছড়ি উপজেলার একমাত্র কলেজ “বিলাইছড়ি কলেজ” পাঠদানের অনুমতি পেয়েছে। যদিও কলেজটি গত এক বছর যাবৎ পূর্ণাঙ্গভাবে পরিচালিত হয়ে আসছে। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার পরপরই শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতির খবর আসে। এ নিয়ে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিলাইছড়ি উপজেলাধীন “বিলাইছড়ি কলেজ” এর পাঠদানের অনুমতি সংক্রান্ত চিঠি ইস্যু করে।
এদিকে সকলের সার্বিক সহযোগিতায় খুব দ্রুততম সময়ের মধ্যে বিলাইছড়ি কলেজ এর পাঠদানের অনুমতি প্রাপ্তি ও সার্বিক উন্নয়ন সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন জেলাপ্রশাসক মোশারফ হোসেন খান।
রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলা বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জেলাপ্রশাসক মোশারফ হোসেন খান এর উদ্যোগে জেলা প্রশাসন ২০২৩ সালে বিলাইছড়িতে “বিলাইছড়ি কলেজ” নামে একটি সম্পূর্ণ নতুন কলেজ প্রতিষ্ঠা করে, যা এই উপজেলার একমাত্র কলেজ।
ভূমি বাছাই, অস্থায়ী ভবন নির্মাণসহ পূর্ণাঙ্গভাবে কলেজ প্রতিষ্ঠার পর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ০৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। কলেজটি উপজেলা পরিষদের একটি পুরাতন ভবনকে সংস্কার/মেরামত করে শ্রেণি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।
কলেজটিতে বর্তমানে ৬৯ জন শিক্ষার্থী বিনা বেতনে অধ্যায়নরত রয়েছে। শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় (বেতন, বই, কলেজ ইউনিফর্ম ইত্যাদি) জেলা প্রশাসন হতে প্রদান করা হয়।
জেলাপ্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদিসহ যাবতীয় ব্যয় জেলা প্রশাসন হতে নির্বাহ করে হচ্ছে। এছাড়াও কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ইতোমধ্যে ৪.০০ (চার) একর জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ওই জমিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য প্রকল্পও গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।