পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করলেন দীপংকর

130

॥ স্টাফ রিপোর্টার ॥

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে রাঙামাটির ১০হাজারের অধিক মানুষ। পানিবন্দি অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সোমবার সকালে চারুকলা একাডেমিতে পৌরসভার ৭নং ওয়ার্ডের পানিবন্দি হয়ে পড়া ২৫০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন দীপংকর তালুকদার।

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই, প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে। দুর্যোগে আপনারা শুধু সতর্ক থাকবেন। ভয় পাওয়ার কিছু নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পানিবন্দী ও বন্যা কবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না। আমাদের নিকট পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সংকট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। এছাড়াও তিনি এলাকার ধর্নাঢ্য ব্যক্তিদের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, পৌর মেয়র আকবর হাসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আশিষ কুমার চাকমা (নব) ও মো. আবু তৈয়ব, রাঙামাটি পৌরসভার ০৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্নাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭নং ওয়ার্ডের পানিবন্দি ২৫০ পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের পানিবন্দি মানুষের মাঝেও এই খাদ্যশস্য বিতরণ করা হবে।