॥ স্টাফ রিপোর্টার ॥
টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদ বর্তমানে পানিতে টইটুম্বুর। চলমান পানি বৃদ্ধির ধারাবাহিকতায় পানিবন্দি হয়ে পড়েছে জেলার হাজারো মানুষ। পৌরসভার ৭নং ওয়ার্ডেও এর ব্যতিক্রম ঘটেনি।
শুক্রবার বিকেলে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন শান্তিনগর এলাকার পানিবন্দি মানুষের খোজখবর নিতে এগিয়ে যান। এসময় তিনি হাঁটু পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।