পার্বত্যাঞ্চলে খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্লাবগুলোকে সক্রিয় হতে হবেঃ এমপি দীপংকর

430

॥ স্টাফ রিপোর্টার ॥
ক্রীড়াক্ষেত্রে পার্বত্য তিন জেলার ঐতিহ্য ধরে রাখতে ক্রীড়া সংগঠনগুলোকে নতুন সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, তিন পার্বত্য জেলার অসংখ্য ক্রীড়াবিদ অতীতে জাতীয় পর্যায়ে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে।

কিন্তু ক্রীড়া সংগঠনগুলোর অবহেলায় সে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় দলগুলোতে পার্বত্য অঞ্চলে খেলোয়াড়দের যে সুনাম ছিল, তা ফিরিয়ে আনতে ক্লাবগুলোকে আরো সক্রিয় হতে হবে। এমপি বলেন দীর্ঘ কয়েক বছর ধরে পার্বত্য অঞ্চল থেকে কোন খেলোয়াড় উঠে আসছে না। ক্রীড়া সংগঠনগুলো যদি এগিয়ে আসে তাহলেই নতুন নতুন খেলোয়াড় তৈরী হতে পারে। তা ছাড়া খেলাধুলা আয়োজনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের ক্রীড়া সংগঠন গুলোকে সামাজিক কাজেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

শনিবার রাঙামাটি শহরে রাইজিং ষ্টার ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।

এ সময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাইজিং স্টার ক্লাবের সদস্য মোঃ মঈন উদ্দিন সেলিম, রাইজিং স্টার ক্লাবের সদস্য আশীষ দাশগুপ্ত, ক্লাবের সদস্য আব্দুল মান্নানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দীপংকর তালুকদার রাইজিং স্টার ক্লাবের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।