পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

550

 
স্টাফ রিপোর্ট- ২৫ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি):  ছাদেকুল হত্যার বিচার ও পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা আজ জাতীয় প্রেসক্লাব সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ ভাসানী’র সভাপতি খন্দকার মোস্তাক হোসেন ভাসানী, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহাম্মদ (রাজু)।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য এলাকাকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসাবে পার্বত্য এলাকায় প্রতিনিয়ত উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস কর্তৃক ঘুম, খুন, চাদাবাজী অব্যাহত আছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ৪০ (চল্লিশ) হাজার সাধারণ বাঙালিকে হত্যা করেছে এই উপজাতী সন্ত্রাসী সংগঠনগুলো। আর এর নেতৃত্ব দিচ্ছেন সন্তু লারমা ও প্রসিত খীসা। এখন তারা নতুন করে আবার সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাঙালি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান