পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

489

Dr Mati--pic 2346

১১ ফেব্রুয়ারি ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।

স্টাফ রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সারা দেশের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার আনাচে-কানাচেও বিদ্যুতের আলো জ্বলবে। আজ বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার মুনলাই পাড়ায় বিদ্যুৎলাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুতায়নের জন্য প্রধানমন্ত্রী ২২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। যেসব জায়গায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হচ্ছে না আগামী ৫ বছরের মধ্যে সেসব স্থানকে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতায়িত করা হবে।

এছাড়াও মন্ত্রী রুমা উপজেলায় জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০কোটি টাকা ব্যয়ে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উজ্জল বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র- পিআইডি

সম্পদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি