পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক লিফলেট ক্যাম্পেইন পিসিসিপি’র

3

।।নিজস্ব প্রতিবেদক।।

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন’ কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান সরকারি কলেজ শাখা।

সোমবার (৬ মে) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় পিসিসিপি বান্দরবান জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, “আমরা পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ থাকব।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. রফিক, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম, কমিটির সদস্য রাজু, জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।