॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের জীবনের নিরাপত্তা নেই বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠী ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্তাগুলোকে ঐক্যবদ্ধ ভাবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের আন্দোলন সংগ্রামে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পার্বত্য চুক্তি কোন অর্থনৈতিক সমস্যা নয় একটি রাজনৈতিক সমস্যা এটি রাজনৈতিক ভাবে শান্তিপুর্ণ ভাবে সমাধান করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় পার্বত্য চুক্তি পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটি জিমনেশিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থি সকল কার্যক্রম প্রতিহত করুন পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন সামিল হোন এই প্রতিবাদ্যকে সামনে রেখে গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেএসএস জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান মাসুদুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, মানবেন্দ্র নারায়ণ লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সহ সভাপতি এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক মনি চাকমা, জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা সহ সাংগঠনিক সম্পাদক অরুন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র রপরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গা।
ঊষাতন তালুকদার আরো বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে সরকার ভুল পথে হাঁটছে, সরকার একেএনএফকে জেএসএসের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য তৈরী করেছেন। কিন্তু তারই দেশের বিরুদ্ধে জঙ্গীদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি বলেন, জঙ্গী ধরতে অভিযান চালিয়ে যেগুলো ধরেছেন বাকী জঙ্গিদের কী করবেন। আপনাদের বন্ধুদের জঙ্গীদের ফেরত দিতে বলেছেন তারাতো ফেরত দেয়নি। এই জঙ্গীরাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
আলোচনা সভায় বক্তার বলেন, পার্বত্য চট্টগ্রাম চুত্তির ২৫ বছর অতিক্রান্ত হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও নানা ভাবে কুটকৌশলের কারণে পূর্ণাঙ্গা চুক্তি বাস্তবায়ন বাধা প্রাপ্ত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। এইসব কারণে ভূমি কমিশন এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারছে না। আর পার্বত্য চুক্তিকে আটকে রেখে ধীরে ধীরে নিঃশেষ করার পাঁয়তারা করে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে দুরত্ব ও লুকোচুরি না করে সরকারকে উদার মনোভাব নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।