পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে কঠোর হরতাল

215

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৭দফা দাবিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে নাগরিক পরিষদ আহুত হরতাল কঠোরভাবে শুরু হলেও ভূমি কমিশনের বৈঠক স্থগিতের ঘোষণা আসায় ৯ ঘন্টা হরতাল পালনের পর মঙ্গলবার বিকেল ৩টা থেকে হরতাল প্রত্যাহার করে নেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গল ও বুধবার টানা ৩২ ঘন্টা হরতাল ঘোষণা দিয়েছিল নাগরিক পরিষদ।

দুপুরে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা আসার পর পরই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতাল স্থগিত রাখার কথা ঘোষনা করেন। এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বুধবারের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হলে রাঙামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁটালতলী, পৌরসভা, পুরাতন বাসষ্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীর। তারা শহরের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং এর পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে শহরের বিভিন্ন স্থানে মিছিল, পথসভা করেছে।

হরতালের কারণে সকাল থেকে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। সকালে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত লোকজন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর শহরের বেশীর ভাগ দোকানপাট রয়েছে ছিল।

এদিকে, হরতালের কারণে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শহরের বিভিন্ন স্থানে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত সংক্রান্ত পত্রে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।

ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত (পাচভূবিনিক/খাগড়া/২০২২-৪৯) পত্রের মাধ্যমে এই বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে রাঙ্গামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে এই হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস মোট ৩২ ঘন্টা এই হরতাল পালনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।