॥ লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ২০০শতাধিক পরিবার। গত দুদিনের ভারী বর্ষণে কাচাংল নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়।এতে করে ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রাখা হয়েছে।
উপজেলার আঠারকছড়া ইউনিয়নের ইয়োরাংছড়ি, কাট্টলী সহ অনেকগুলো গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত পানি বন্ধি মানুষদের পাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার সকার থেকে পানি বন্ধি বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছেন লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু। এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলায় বন্যা দুর্গতদের জন্য ১৬ টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে এখনও পর্যন্ত মোট ২০০ জন আশ্রয় নিয়েছেন। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও খাবার সহায়তা করা হচ্ছে।