পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলো স্মার্ট করতে উন্নয়ন সহযোগীদের সাথে সমন্বয় জরুরী: ডিসি

601

॥ আলমগীর মানিক ॥

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন, ভূ প্রকৃতিগত এবং নৃতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় এই অঞ্চলে এখনো অনেক এলাকা রয়েছে যেখানে সরকারী সেবাগুলো সঠিকভাবে পৌছানো কষ্টকর হয়ে উঠে। সেই বিবেচনায় পাহাড়ের প্রত্যন্ত এলাকায় দ্রুত উন্নয়ন এবং স্মার্ট সোসাইটি গড়েত হলে জিও-এনজিও কার্যক্রমের সমন্বয় অত্যন্ত জরুরী। উন্নয়ন সহযোগীদের মাধ্যমে আমরা অনেক এলাকায় বিভিন্ন ধরণের সরকারী কর্মসূচীগুলো বাস্তবায়ন করে থাকি। সেক্ষেত্রে এনজিওগুলোর কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সমন্বয় থাকতে হবে। ডিসি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সবার আগে পাহাড়ের মানুষের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জ্ঞান সমৃদ্ধ করে তোলার কোনো বিকল্প নেই।

সোমবার (৮ মে) রাঙামাটিতে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড’ এর উদ্যোগে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিণির্মাণে দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধনকালে জেলাপ্রশাসক উপরোক্ত মন্তব্য করেন। রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে (এনএক্স ভবনে) দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন স্মার্ট বাংলাদেশ বিণির্মানে ‘ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিস লিমিটেড পাহাড়ের শিক্ষিত তরুন-তরুনীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলার যে উদ্যোগ নিয়েছে এ উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কারণ প্রশিক্ষিত জনশক্তির দক্ষতা ব্যবহার করেই আমরা পার্বত্য রাঙামাটিকে একটি স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

কর্মশালায় ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার আল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস এর চেয়ারম্যান ও গবেষণা পরিচালক নুর মোহাম্মদ সিদ্দিকী, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার, সিএইচটি উইমেন ফোরাম (এনজিও) এর জেনারেল সেক্রেটারী এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ওয়েল ফেয়ারের বিগত দিনের কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্মার্ট সোসাইটি গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করা হয়।

কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার ৬৭ টি ইউনিয়ন থেকে ২০৫ জন স্বেচ্ছাসেবক তরুন-তরুনী অংশ দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ ভিশনের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেন।