পাহাড়ি ভাতার দাবিতে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের স্মারকলিপি

297

Karmocari porishod

পাহাড়ি ভাতা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মচারী সমন্বয় পরিষদের পাহাড়ি ভাতা বাস্তবায়ন কমিটি এ আয়োজনের সার্বিক তত্ববধান করে। স্মারকলিপিতে বলা হয় পূর্বের ন্যায় ৩০% ও সর্বনিম্ন ৫০০০/-টাকা পাহাড়ি পাওয়া পাহাড়ে কর্মরত সরকারি কর্মচারীদের অধিকার। প্রধানমন্ত্রী সদাশয় হয়ে এই দাবি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে নানামুখি ঝুঁকি নিয়ে কাজ করা কর্মচারীদের জীবনে আরো নিয়ে আসবেন বলে আশা করি।

স্মারকলিপি প্রদানের সময় নেতৃত্ব দেন পাহাড়ি ভাতা বাস্তবায়ন কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তাুলকদার, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম এবং সমন্বয় পরিষদের সভাপতি মোঃ নাদিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মাবুদুল হক। বুধবার (৩মার্চ) অনুষ্ঠিত এ কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ প্রথমে কর্মচারী ক্লাবে মিলিত হয় পরে মিছিল সহকারে সড়ক পথ ও জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্দিকে প্রদক্ষীণশেষে জেলা প্রশাসক কার্যালয়ে চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। একই দিন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান চেীধুরীর নেতৃত্বে এবং বান্দরবান কমিটির সভাপতির নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার আগামী দিনে আন্দোলনের কর্মসূচীতে সকল কর্মচারীদের অংশ গ্রহণর নিশ্চিত করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি