পাহাড়ের তিন মানবাধিকার কর্মীকে সম্মাননা প্রদান

77

॥ স্টাফ রিপোর্টার ॥

পাহাড়ে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখায় রাঙামাটির ৩জন মানবাধিকার কর্মীকে সম্মাননা দিয়েছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। গত ৩০ ডিসেম্বর ঢাকায় “স্মার্ট বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা” প্রতিপাদ্যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভাসমান মানুষের উন্নয়নে মানবাধিকার কর্মীদের করণীয়’ শীর্ষক সেমিনারে রাঙামাটির ৩জন মানবাধিকার কর্মীকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার সকালে রাঙামাটির মানবাধিকার কর্মীদের হাতে মানবাধিকার সম্মাননা পত্র তুলে দেন সংস্থাটির কেন্দ্রীয় উপদেষ্টা ও রাঙামাটি জেলা উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ। এসময় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের তিন পার্বত্য জেলা পরিচালক মো. নাছির উদ্দীনকে তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী উন্নয়নে কাজ করায়, কেন্দ্রীয় সদস্য মো. নূরুল ইসলামকে মানবাধিকার উন্নয়নে ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ জিন্নাহ কে মহান মুক্তিযুদ্ধে বিশেষ সফলতার স্বীকৃতি স্বরূপ এই মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়েছে।