আল-মামুন , ৩০ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : পাহাড়ের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই সকল জাতি ধর্ম, নির্বিশেষে সকল মানুষের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকার এ দেশকে ডিজিটাল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করতে ধীরে ধীরে উন্নয়নের শিখরে পৌঁছাতে কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার দুপুরে গুইমারা ইউনিয়ন পরিষদ মিলনায়তপন খাগড়াছড়ির ৯ম উপজেলা হিসেবে ঘোষিত গুইমারা উপজেলা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনীর প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।
এসময় তিনি, বিএনপি নেত্রীর সমালোচনা করে বলেন, বেগম জিয়ার ষড়যন্ত্র দেশবাসী প্রত্যাখান করেছে। এখন তার পাশে কেউ নেই উল্লেখ করে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ এখনো চলছে বলে জানান।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গুইমারা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস, রামগড় সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ,গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশ্যেপ্রু চৌধুরী, সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
উল্লেখ্য যে, বিগত ২০১৪ সালের ২ জুন অনুষ্ঠিত প্রশাসনিক পূর্ণ বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১০৯তম বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সরকার মাটিরাঙ্গা উপজেলার ৭নং গুইমারা ইউনিয়ন ও মহালছড়ির সিন্ধুকছড়ি এবং রামগড়ের হাফছড়ি ইউনিয়ন নিয়ে নতুন গুইমারা উপজেলা গঠন করার সিদ্ধান্ত হয়। এছাড়াও গত ১১ নভেম্বর ২০১৫ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহর প্রেরিত পত্রের আলোকে মাটিরাঙ্গা ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নতুন গুইমারা উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ৩০ নভেম্বর ১৫ থেকে পথচলা শুরু হলো খাগড়াছড়িতে ৯ম গুইমারা উপজেলার।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান