‘পাহাড়ের সংশপ্তক’ সংকলন শুভেচ্ছা উপহার পেলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া

355
রাঙামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ এর ‘পাহাড়ের সংশপ্তক’ – সংকলনটি হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া’কে তুলে দেন প্রবীণ সাংবাদিক, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন। ১৬ ডিসেম্বর ঐতিহাসিক স্মরণীয় মহান বিজয় দিবস পালনের এদিনে ব্যাক্তিগত অনুভূতি প্রকাশ করে সাংবাদিক কেশব বড়ুয়া বলেন, পার্বত্য জেলা রাঙ্গামাটি পাহাড়ের শান্তির দূত এ.কে.এম.মকছুদ আহমদ আজীবন জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত ছিলেন।
তাঁকে রাষ্ট্রীয় ভাবে পুরষ্কৃত করা এখনই সময়ের দাবি। তিনি বলেন, দেশ ও জাতি সমাজের গুনীজনদের মূল্যায়ন করলেই ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণীত হবে – এতে কোন সন্দেহ নেই। অবিলম্বে পাহাড়ে শান্তির দূত হিসেবে চারণ সাংবাদিক এ. কে.এম. মকছুদ আহমদকে মহান একুশে পদকে ভূষিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতর কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।

=