১৩জুন রাঙামাটিতে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনায় রাঙামাটি শহরের ক্ষতিগ্রস্থ শ্রমিক এবং ধসের রেশ ধরে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। শহরের ৪১টি বিভিন নামের শ্রমিক সংগঠনের তালিকাভূক্ত ৪ হাজার শ্রমিকের প্রত্যেককে ২০ কেজি করে মোট ৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে এইসব চাল বিতরণ করেন। দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত সকলকে সরকার পুর্ণবাসন করবে। খুব সহসা পুর্ণবাসনের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলর কালায়ন চাকমা, বিল্লাল হোসেন টিটু ও পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সামছুল আলমসহ পৌর সভার কাউন্সিলরবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৩ জুনের পাহাড় ধ্বসের ঘটনায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে এবং সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে বিভিন্ন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে রাঙামাটির বিভিন্ন পেশাজীবি শ্রমিকরা মানবেতর দিন কাটাচ্ছে। রাঙামাটি পৌরসভা বেকার হয়ে পড়া এসব শ্রমিকদের দূর্দশা নিরসনে এই খাদ্য সহায়তা প্রদান করে।