মেহেদী ইমামঃ
চতুর্থ ধাপে নানিয়ারচর উপজেলায় নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়মিত পরিদর্শন করে চলেছেন নানিয়ারচরের ইউএনও।
সোমবার দুপুরে উপজেলার সাবেক্ষ্যং ও বুড়িঘাট ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরসমূহ পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
এসময় তিনি সুবিধাভোগী পরিবারের সাথে কথা বলেন এবং নির্মাণাধীন ঘরের কাজের তদারকি করেন।
উপজেলা সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের (আশ্রয়ণ প্রকল্পে-২) ঘরসমূহ নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপে ৩১টি, দ্বিতীয় ধাপে ৩০টি ও তৃতীয় ধাপে ১২টি ঘর নির্মাণ করা হয়েছে।
এছাড়াও ৪র্থ ধাপে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে ৫টি, নানিয়ারচর সদর ইউনিয়নে ৭টি, বুড়িঘাট ইউনিয়নে ১০টি ও ঘিলাছড়ি ইউনিয়নে ৫টিসহ মোট ২৭টি ঘর নির্মাণাধীন রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সাফ নারী চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক রুপনা চাকমার ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। সম্প্রতি রুপনা চাকমা ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী।
নির্বাহী অফিসার ফজলুর রহমান ঘরের ডিজাইন অনুযায়ী সঠিক নিয়মে ঘর গুলোর নির্মাণ কাজ তদারকি করায় খুশি সুবিধাভোগী এসব পরিবার। ইট, টিন, লোহা, দরজা, জানালাসহ সকল নির্মাণ সামগ্রী তদারকি করছেন এই নির্বাহী অফিসার।
এবিষয়ে ফজলুর রহমান বলেন, নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর গুলোর গুনগত মান অক্ষুণ্ণ রাখার জন্য উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়মিত পরিদর্শন করে যাচ্ছেন। এছাড়াও প্রতিদিন আমি ২/৪ টা করে ঘরের নির্মাণ কাজ তদারকি করে যাচ্ছি। যাতে করে সুবিধাভোগী পরিবার সমূহ শতভাগ নিশ্চয়তা নিয়ে এই ঘরে বসবাস করতে পারে।
তিনি আরো জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা রুপনা চাকমার ঘরটির নির্মাণ কাজ শুরু করেছি। অনেক চ্যালেঞ্জ উপেক্ষা করে আমরা রুপনা চাকমার ঘরটি নির্মাণ করছি। আশাকারছি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজটি সমাপ্ত করতে পারব।
আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়াও নানিয়ারচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছেন এই নির্বাহী অফিসার। নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন নবনির্মিত ছায়ামঞ্চ, পরিষদ ভবনের নিচ তলায় ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, অবৈধভাবে বালু উত্তোলণ, মাদক ও অবৈধ করাত কল স্থাপনে মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি।
এছাড়াও উপজেলার হাট গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায়, নিরাপদ সড়ক এবং হেলমেট পরিধান করে বাইক চালানোর বিষয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এই উপজেলা ম্যাজিস্ট্রেট।