পুলিশ সত্যিই জনগণের বন্ধু

157

॥ স্টাফ রিপোর্টার ॥

‘পুলিশ যে জনগণের বন্ধু’ যেন একথারই প্রতিধ্বনী তুললেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.জাহেদুল ইসলাম। তিনি পরম মমতায় পাশে দাঁড়ালেন এক প্রতিবন্ধী বয়ঃবৃদ্ধ ভিক্ষকের। ঘটনাটি রাঙামাটির সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে।

মঙ্গলবার রাঙামাটি কেন্দ্রীয় জেল খানা রোড দিয়ে নিজ অফিসে যাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম। এ সময় তিনি দেখতে পান একজন বয়বৃদ্ধ প্রতিবন্ধী ভিক্ষুক হুইল চেয়ার ঠেলে রাস্তার উঁচু জায়গায় উঠতে গিয়ে প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তৎক্ষনাত তিনি গাড়ি থেকে নেমে নিজেই পঙ্গু ওই বৃদ্ধকে ঠেলে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দেন। চলতে চলতেই তিনি বৃদ্ধের খোঁজ খবর নেন এবং তাকে বেশ কিছু নগদ সহায়তা দিয়ে নিজ কর্তব্যে ফিরে যান। এ সময় ওই এলাকায় থাকা পথচারীই স্বপ্রণোদিত হয়ে তাদের স্মার্ট ফোনে ছবিটি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। যা নেটিজনদের কাছে উদাহারণ হিসেবে আলোচিত হচ্ছে।