।। নানিয়ারচর প্রতিনিধি ।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙামাটি জেলার পুলিশ সুপারের উদ্যোগে নানিয়ারচর থানায় স্ব-পরিবারে বসবাসরত ১০জন পুলিশ সদস্যের মাঝে বিশেষ ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ১১টায় স্বাস্থ্য বিধি মেনে থানা প্রাঙ্গনে পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন এর পক্ষ হতে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান এসব ঈদ উপহার সামগ্রী অফিসার ফোর্সদের হাতে তুলে দেন।
এসময় সম-সাময়িক সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ, থানা চত্ত্বরের পতিত জমিতে দৃষ্টি নন্দন ফুল বাগান করায়, কোভিড-১৯ ভাইরাস সুরক্ষায় পুলিশের কল্যানমুলক কাজের অংশ হিসাবে থানা পরিস্কার পরিচ্ছন্ন করাসহ প্রশংসনীয় কাজের জন্য অফিসার ফোর্স এবং সদস্যদেরকে পুরষ্কৃত করেন, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।
অনুষ্ঠানে পুলিশের ভাবমুর্তি বৃদ্ধির জন্য ভবিষ্যতের ভাল ও প্রশংসনীয় কাজের জন্য পুরুস্কৃত করার এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জসহ থানার সকল অফিসার ফোর্সদের মাঝে বিশেষ ঈদ উপহার প্রদানের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে এসআই মান্নান, রাজু আহম্মেদ গাজি, মোহাম্মদ ফারজুল ইসলামসহ পুলিশের সকল ফোর্স অফিসার, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।