পুলিশ সুপারের সাথে ওয়েলফেয়ার ফ্যামিলির সৌজন্য সাক্ষাৎ

140

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম) বলেছেন, পাহাড়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা এ অঞ্চলের ঐতিহ্য এবং স্থানীয়দের আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ সহজ সরল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কিছু রাজনৈতিক সমীকরণ কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি করে। তাই সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার ফ্যামিলির কর্মকর্তারা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আরো বলেন, স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে যে কোনো ভালো কাজের সাথে তিনি ও তার পুলিশ সদস্যরা সহযোগীতা প্রদান করবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি জনগণের কাছে তথ্য সহযোগীতা কামনা করেন। ওয়েল ফেয়ার কর্মকর্তারা এ সময় ফুল দিয়ে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং সংস্থার চলমান কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। কর্মকর্তারা এ সময় ওয়েল ফেয়ার প্রকল্প সম্পর্কে প্রকাশিত বাংলাদেশ গেজেটের কপি পুলিশ সুপারের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- ওয়েলফেয়ার ফ্যামিলির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আনোয়ার আল হক, ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, কনসালটেন্ট জুলেখা দেওয়ান ও শকুন্তলা চাকমা, এক্সিকিউটিভ অফিসার শারমিন আক্তার, জয়া চাকমা, মোঃ ইসতিয়াক মান্নান খান, মোঃ রিদওয়ানুল হক, ট্রেইনি অফিসার মিটন চাকমা, বৈশালী চাকমা, সুদীপ্তা চাকমা, মিতোর চাকমা, সুস্মিতা তঞ্চঙ্গ্যা, রিমা আক্তার, গিতা চাকমা, শ্রাবন্তি বড়–য়া, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ সানজিদা আক্তার।