॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির জেলার পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ। সোমবার সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
এসময় রাঙামাটি জেলার আহ্বায়ক মো. রাসেল তালুকদার, যুগ্ম-আহ্বায়ক ফাহমিদা আক্তার, সদস্য সচিব শাহ আলম বাদশা, সদস্য হাবিবা আক্তার, কাউখালি উপজেলার আহ্বায়ক মাইন উদ্দিন প্রমূখ। এবিষয়ে মো রাসেল তালুকদার বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকার কথা বাংলাদেশের ইতিহাসে পাতায় অমর হয়ে থাকেবে। ত্রিশ লক্ষ শহীদের মধ্যেই পুলিশ বাহিনীর সদস্য শহীদ হন ১২৬২ জন তাদের আত্মত্যাগের কথা ভুলার মতো না। দেশের কল্যাণে বাংলাদেশ পুলিশ বাহিনীকে রাঙামাটি জেলার বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা সবসময় সাহায্য সহযোগিতা করবেন। জঙ্গী বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।