॥ স্টাফ রিপোর্টার ॥
পুলিশ হাসপাতাল এলাকার বায়তুন্নুর মসজিদ পরিচালনায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় পুলিশ হাসপতাল বায়তুন্নুর মসজিদ পরিচালনা কমটি নবায়ন কল্পে আব্দুল কুদ্দুস সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আব্দুল কুদ্দুস কে সভাপতি ও মওলনা মুহাম্মদ নাজমুল হক ইয়ামেনী কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সিনিয়ার সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক ও মোহাম্মদ শরবত আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোশারফ সুজন, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম হোসেন, সম্মানিত সদস্য মোহাম্মদ কফিল উদ্দীন, আব্দুল মালেক ও মোহাম্মদ কামাল।