পৌর এলাকার ৭শতাধিক রোজাদারের মাঝে ওয়েলফেয়ার ফ্যামিলির ইফতার বিতরণ

98

॥ স্টাফ রিপোর্টার ॥

দ্রারিদ্য বিমোচনে কাজ করা পার্বত্যাঞ্চলের স্থানীয় প্রতিষ্ঠান ‘ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ’ এর উদ্যোগে রাঙামাটি পৌর এলাকার ৭শতাধিক অসহায়, প্রতিবন্ধী, দিনমজুর ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং কোম্পানির যৌথ উদ্যোগে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে “মাই ওয়েলফেয়ার এ্যাপ” ও ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ওয়েলফেয়ারবিডি ডট ওআরজি ব্যবহার করে সাসটেইনেবল ডেললপমেন্ট পলিসি (এসডিপি) ২০২২ থেকে ২০৩৭, সোস্যাল এন্ড ইকোনোমিক ডেভলপমেন্ট পলিসি (এসইডিপি) ২০২২ থেকে ২০৪৭ এবং প্রোভার্টি এলিভিয়েশন পলিসি (মূলধন) ২০২৩ থেকে ২০৪৮ প্রকল্প ও কর্মসূচীর আওতায় পৌর এলাকার স্বর্ণটিলা, ধনমিয়া পাহাড়, ওমদামিয়া পাহাড়, বিজিবি রোড, এডিসি কলোনী, ওয়াপদা কলোনী, তবলছড়ি বাজার, আনন্দবিহার, পুলিশ লাইন, শহীদ মিনার হয়ে রিজার্ভ বাজার গীতাশ্রম, পুরাতন বাস স্টেশন, শান্তিনগর বাস স্টেশন, কাঠালতলী, ফরেস্ট কলোনী, বনরূপা, ডিসি অফিস, জেলা পরিষদ, মারী স্টেডিয়াম এলাকা, কলেজগেইট, ভেদভেদী, লোকনাথ মন্দির, রাঙ্গাপানি, আসামবস্তিসহ ৯টি ওয়ার্ডের অন্যান্য এলাকার পিকআপ ভ্যানযোগে ইফতার বিতরণ কর্মসূচী-২০২৩ সম্পন্ন করা হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষে ইফতার বিতরণ কালে প্রধান কার্যালয়ের ম্যানেজার (এডমিন) মো: রিদওয়ানুল হক, ম্যানেজার (এইচআর) ইসতিয়াক মান্নান খান, এডমিন অফিসার ও কো-অর্ডিনেটর মিটন চাকমা, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতোর চাকমাসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।