॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটির পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি তাঁতীদল পৌর শাখার আহবায়ক আব্দুল জব্বার এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটি পৌর শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি নগর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম।
এসময় রাঙামাটি তাঁতীদল রাঙামাটি নগর শাখার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে রাঙামাটি জেলা তাঁতীদলের সভাপতি মো. আনোয়ার আজিম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসের অপু, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. শফি, সাংগঠনিক সম্পাদক শ্রী রতন মহাজন সহ তাঁতীদলের বিভিন্ন স্তরের নেবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, সকল অঙ্গসংগঠনকে সহযোগিতার মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে। দলের মধ্যে অন্তকোন্দল না রেখে দলের স্বার্থে সকল অঙ্গসংগঠন নেতা কর্মীরা এগিয়ে এসে কাজ করতে হবে।
সম্মেলনে আলী আজগর বাদশাকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি খোকন মিয়া, সাদারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. কামাল হোসেন কে মনোনীত করা হয়।