প্রকাশিত সংবাদে কাউন্সিলর নুর নবী’র প্রতিবাদ

1616

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর নবীর বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে “এক নারীকে মারধরের অভিযোগ কাউন্সিলর নূরন্নবীর বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। রোববার (২৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে কাউন্সিলর নুর নবী এ প্রতিবাদ জানান।

তিনি প্রতিবাদে উল্লেখ করেন, গত ২৪ এপ্রিল শনিবার একটি অনলাইন নিউজ পোর্টালে উপরোল্লিখিত শিরোনামের সংবাদটি প্রচার করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই সংবাদে উল্লেখিত বিষয়ের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নাই। আমি স্বতঃস্ফূর্তভাবে যাতে আমার দায়িত্ব পালন করতে না পারি সেজন্য একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে এই উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে বলে আমি মনে করি। যে কেউ বিষয়টি নিয়ে একটু খোঁজখবর নিলে প্রকৃত সত্য জানতে পারবেন।

আমি এহেন মন গড়া এবং ভিত্তিহীন নিউজ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত না হয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল মহলের প্রতি অনুরোধ জানাচ্ছি।