প্রকাশিত সংবাদের প্রতিবাদ

477

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
দৈনিক রাঙামাটি পত্রিকার অনলাইনে “রিজার্ভ বাজারে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ২ নারীকে পেটানোর অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুনিক বড়ুয়ার আপন ভাই অসিম বড়ুয়া। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ পত্রে অসিম বড়ুয়া উল্লেখ করেন- সুনিক বড়ুয়া আমার আপন ভাই। সে শান্তিনগর এলাকায় বসবাস করতো প্রায় ৬মাস আগে সুনিক হঠাৎ বেড়াতে এসেছে বলে আমর সৎ ভাই খোকন বড়ুয়ার বাসায় বসবাস করতে শুরু করে। কিন্তু এতদিন পার হওয়ার পরও সে বাড়ি না ছাড়ার কারণে সুনিককে চলে যাওয়ার জন্য খোকন চাপ দিলে, সুনিক উল্টো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করে। এরপর সুনিক রাঙামাটি আদালতে একটি মামলা করে। যার রায় আমি পেয়েছি।

আদালতের মামলায় বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী, তৈয়্যাবিয়া পাহাড় মসজিদ ও সমাজ কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল, মাছ ব্যবসায়ী মো. হাসেম ও হাসেমের মা শামসুন নাহার আমার পক্ষে স্বাক্ষী দিয়েছিলো। যার ফলে আমি রায় পাওয়ার পর থেকে প্রতিনিয়ত তারা আমাকে এবং আমার স্বাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো।
p
সোমবারও সুনিকের স্ত্রী রিপা বড়ুয়া গালিগালাজ শুরু করে এক পর্যায়ে রিপার মাসি রুনু বড়ুয়া এসে তার সাথে যোগ দেয়। তারা কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্ত্রী রুজী বড়ুয়া ও মো. হাসেমের মা শামসুন নাহারের উপর হামলা করে। পরে মো. রুবেল ও মো. হাসেম এসে মারামারি থামিয়ে দেয়। শুধুমাত্র আমার পক্ষে স্বাক্ষী দেওয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে সুনিক বড়ুয়া ওনাদের সম্মান হানির উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছে। আমরা কেউই এ ঘটনার সাথে সম্পৃক্ত নই।