প্রতারণা ও আত্মসাৎ মামলায় ধামা ফরিদ জেল হাজতে

100

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলায় কাপ্তাই চিৎমরম ইউনিয়নের এস এম ফরিদ এখন কুমিল্লা জেল হাজতে। মঙ্গলবার (২১নভেম্বর) কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে এস এম ফরিদ প্রকাশ (ধামা ফরিদ) ৩০ লাখ টাকার একটি প্রতারণা মামলার জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার বাদী মো.আজাদ সরকার খোকন জানান, কাপ্তাই উপজেলা ৩নং চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা এস এম ফরিদ প্রকাশ (ধামা ফরিদ) তার নিকট হতে সেগুন গাছ বিক্রয়ের কথা বলে ৩০লাখ টাকা নেয়। কিন্ত দীর্ঘ এক বছরেরও সময় বেশি ধরে ফরিদ গাছ ও টাকা কোনটি না দিয়ে বাহানা করতে থাকে। পাওনা টাকার জন্য চাপ দেয়া হলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সোনালী ব্যাংকে তার হিসাব নাম্বারের বিপরীতে ২০২২ সালে ১১মে ৩০লাখ টাকার একটি চেক লিখে দেয়। পরবর্তী চেকটি বড়ইছড়ি সোনালী ব্যাংকে দেয়া হলে তার হিসাব নাম্বারে কোন টাকা নেই বলে ব্যাংক ম্যানেজার জানান। পরে আজাদ সরকার খোকন তার সাথে প্রতারণা ও ভূয়া চেক প্রদানের অভিযোগে ফরিদের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন (কুমিল্লা কোতয়ালী থানার সিআর মামলা নং ৩২৫/২৩)। এক পর্যায়ে তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী হয়। দীর্ঘ ৭/৮মাস যাবৎ পলাতক থাকার পর আসামি কুমিল্লা আদালতে ২১নভেম্বর আত্ম সমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে ফরিদকে জেল হাজতে প্রেরণ করে।