॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়িতে বছরের প্রথম দিনেরই নতুন বই তুলে দেয়া হলো শিক্ষার্থীদের হাতে। সারাদেশের ন্যায় শুক্রবার জুরাছড়ি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকগণ। জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সামিরা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে করোনা পরিস্থিতির অনিশ্চয়তা মাঝেও নতুন বই হাতে পাওয়ার আনন্দে সকাল থেকে অধীর আগ্রহে রয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
এসময় শিক্ষকেরা অভিভাবকদের উদ্দেশ্য করে শিক্ষকেরা বলেন,বর্তমান সরকার যেভাবে শিক্ষার মানউন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে, ভবিষ্যত প্রজন্মদের একজন দেশের গর্বীত সন্তান গড়ে তুলে দেশ এবং মানবতা কল্যাণের জন্য সেভাবে আপনাদের শিশুদের সুশিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
জুরাছড়ি উপজেলায় ৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তথ্য সূত্রে জানা যায়, ৪নং দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার অধীন কুলুক পানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছোট কুড়াই দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাকশা তুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডুলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ও মৈদং ও বনযোগীছড়া সকল প্রাথমিক বিদ্যালয় সমূহের মাঝে আজ শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক বিদ্যালয়ে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।