প্রফেসর তুষার কান্তি বড়ুয়াকে কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

153

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে রাঙামাটি সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ, কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনিবার্ণ বড়–য়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানায় ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন, মাহমুদ হোসেন বাপ্পু, শফিকুল ইসলাম, মঈন উদ্দিন খোকন, আমির সোহেল সাজ্জাদ, মোখতার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির সজীব, আকবর হোসেন, শরিফুল ইসলাম শাকিল, ইরফান ইবনে রহমান, অর্থনীতি বিভাগের সাধারণ সম্পাদক রবিউল করিম রাব্বী, ব্যবস্থপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিবিএস (পাস) কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম ফরহাদ ও উচ্চ মাধ্যমিক কমিটির সিনিয়রসহ-সভাপতি মোঃইয়াছিন আরাফাত সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।